ঘোড়াঘাট প্রতিনিধিঃ- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালানো হয়েছে। রাতের আঁধার ও কুয়াশাচ্ছন্ন পরিবেশের মধ্যেই মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে এ চেকপোস্ট পরিচালিত হয়। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯ টা থেকে উপজেলার হিলি মোড় ও রানীগঞ্জ বাজারে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ বীর (সাপোর্ট ব্যাটালিয়ন)-এর মেজর আবু সাদাত মোঃ মুক্তাদিরের নেতৃত্বে ও ঘোড়াঘাট পুলিশের সদস্যদের সহযোগিতায় পরিচালিত চেকপোস্টে বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হয়েছে। চেকপোস্ট চলাকালীন বাস, মাইক্রোবাস সহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক থামিয়ে কাগজপত্র যাচাই ও প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হয়। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতের বেলায় অপরাধ প্রবণতা রোধ, অবৈধ পণ্য পরিবহন প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের যৌথ চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। মেজর আবু সাদাত মোঃ মুক্তাদির জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় জননিরাপত্তা নিশ্চিত এবং সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ভবিষ্যতেও সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।