পাবনা প্রতিনিধি: বাংলাদেশের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র উদ্যোগে পাবনায় দিনব্যাপী বার্ষিক বিএম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ীর হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পাবনা সদর উপজেলায় কর্মরত ৩৪ জন ব্রাঞ্চ ম্যানেজার ও ৬ জন রিজিওনাল ম্যানেজার অংশগ্রহণ করেন। সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার আলী আহম্মেদ মিয়ার সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা’র ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর (অপারেশন) সোয়ায়েল আহম্মেদ এবং রাজশাহী ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার রফিকুল ইসলাম। সভায় ২০২৬ সালে পাবনা জেলায় কৃষি, মৎস্য, দুগ্ধবতী গাভী পালন, পেঁয়াজ সংরক্ষণ মেশিন স্থাপন, মাশরুম চাষ, বায়োগ্যাস প্লান্ট স্থাপন, স্যানিটেশন ও নতুন উদ্যোক্তা তৈরির খাতে মোট ৩২৫ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এছাড়া চলতি বছরে ৩৮টি ফ্রি মেডিকেল ও ফিজিওথেরাপি ক্যাম্প আয়োজন এবং শিক্ষাখাতে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়।