জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যাগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১ টায় জয়পুরহাট শহরের আমেরিকা বাংলাদেশ ফ্রেন্ডশীপ নার্সিং ইনস্টিটিউট চত্তরে এসব কম্বল বিতরণ করা হয়েছে। সংগঠনের সভাপতি মো: নূর-ই-আলম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন। এ সময় সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রঞ্জূ, জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহবুব হাফিজ, আব্দুল আলীম মন্ডল, প্রকৌশলী আব্দুল বাতেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সহ সভাপতি শাহিদুল ইসলাম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, আহসান মোর্শেদ পাভেল, জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক প্রকৌশলী গোলাম কবীর, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু, নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মুন্নি আরাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। শীত বস্ত্র নিতে আসা জয়পুরহাট শহরের ৭ নম্বর ওয়ার্ডের বয়োবৃদ্ধ বাসিন্দা ওয়াশিম আলী জানান, এই শীতে এই প্রথম একটি কম্বল পেলাম। যারা এটি আমাকে দিয়েছেন, তাদের জন্য আল্লাহর দরবারে মন খুলে দোয়া করি।