নওগাঁ প্রতিনিধিঃ মহান স্বাধীনতার ঘোষণার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নওগাঁ পৌর ৪নং ওয়ার্ড বিএপির আয়োজনে সারা দিনব্যাপী স্মৃতি চারণ দোয়া অনুষ্ঠিত হয়েছে। এই দিনব্যাপী স্মৃতি চারণ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত নওগাঁ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম ধলু। উক্ত সভায় সভাপতিত্ব করেন নওগাঁ পৌর বিএনপির সহ-সভাপতি আসরাফুল ইসলাম এবং সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ৪ নং ওয়ার্ড বিএনপির সদস্য ফরিদুজ্জামান ফরিদ। এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন। এবং বিশেষ অতিথি হিসাবে ইপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, শফিউল আজম (ভিপি) রানা, খায়রুল আলম গোল্ডেন, পৌর বিএনপির সভাপতি ডাঃ মিজানুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টুকু, মাসুদ হাসান তুহিন, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম টিটুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সভায় প্রয়াত নেত্রীর দেশ গঠনের অবদান স্মরণ করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।