রংপুর প্রতিনিধি: রংপুর সদর কোতয়ালি থানা পরিদর্শন করেছেন অতিরিক্ত ডিআইজি ড. আ. ক. ম.আকতারুজ্জামান বসুনিয়া। গতকাল দুপুরে তিনি সরেজমিনে থানাটি পরিদর্শন করেন এবং থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি থানার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা করেন। এ সময় তিনি প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের সুনির্দিষ্ট পরামর্শ দেন। পরিদর্শন শেষে তিনি থানায় সংরক্ষিত পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য তিনি পুলিশ সদস্যদের কঠোর নির্দেশ প্রদান করেন।এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর, ওসি (তদন্ত) জহুরুল ইসলামসহ থানার সকল অফিসার ও ফোর্স।