রংপুর সদর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের প্রস্তুতির তদারকি শুরু করেছে রংপুর সদর উপজেলা প্রশাসন। নির্বাচনের দিন ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটকেন্দ্রগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। ১৪ জানুয়ারী বুধবার দিনব্যাপী তিনি উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কেন্দ্রগুলোর ভোটকক্ষ, সীমানা প্রাচীর, যাতায়াত ব্যবস্থা এবং বিদ্যুৎসহ অন্যান্য অবকাঠামোগত সুযোগ-সুবিধা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। ইউএনও পর্যায়ক্রমে উপজেলার মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরকলি বহুমুখী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা, শিবের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোবারক হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, খারুয়া বাঁধা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাটিহারি একরামিয়া বহুমুখী দাখিল মাদ্রাসা এবং জানপুর মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর। প্রতিটি কেন্দ্রে ভোটারদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন। কোনো কেন্দ্রে ত্রুটি বা সমস্যা থাকলে তা দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে। কেন্দ্র পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।(ছবি আছে)