নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ প্রতিবছরের ন্যায় এবারও বগুড়ার নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে গরীব-অসহায়, দিনমজুর সাধারণ খেটে খাওয়া শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ আব্দুস শুকুর এর সভাপতিত্বে এবং অত্র ক্লাবের সাধারণ সম্পাদক হাকিম মোঃ আব্দুল মান্নানের সঞ্চালনায় উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা সমাজসেবা অফিসার মোঃ গোলাম মোস্তফা। শীতবস্ত্র বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ক্লাবের সহ-সম্পাদক মনিরুজ্জামান মনির, কোষাধক্ষ্য মাসুদ রানা, উপদেষ্টা মোহাম্মদ ফজলুর রহমান, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ, মোহাম্মদ ফজলুর রহমান, নির্বাহী সদস্য আব্দুর রহিম প্রমুখ।