লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫ এ২-এর অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব ঢাকা কিংফিশার, লায়ন্স ক্লাব অব ঢাকা রাইজিং হোপ, লায়ন্স ক্লাব অব ঢাকা স্মাইল এবং লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ ফ্রেন্ডস-এর যৌথ উদ্যোগে বগুড়ার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস চেকআপ, বিনামূল্যে চোখের ছানি অপারেশন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং বৃক্ষ বিতরণ কর্মসূচি সফলভাবে পালিত হয়েছে। ৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে খলিশাকান্দি সরকারি প্রাইমারি স্কুল প্রাঙ্গণে উক্ত সার্ভিস প্রোগ্রামের আওতায় এক ব্যতিক্রমধর্মী মানবিক সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত প্রোগ্রামটি রিজন চেয়ারপারসন হেডকোয়ার্টার লায়ন ইঞ্জিনিয়ার ইনামুল কবির আহমেদ এর সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্ণর লায়ন শংকর কুমার রায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ম জেলা ভাইস গভর্ণর লায়ন মহসিন ইমাম চৌধুরী, ২য় জেলা ভাইস গভর্ণর লায়ন এমরান ফারুক মঈন, কেবিনেট সেক্রেটারি সন্জয় কান্তি সাহা, কেবিনেট ট্রেজারার অ্যাডঃ মোঃ এনায়েত উল্লাহ শফিক এবং চিফ কোর্ডিনেটর কিশোয়ার খান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার GST Coordinator সুর্বত কুমার সেন, GMT Coordinator দেবদাস সাহা, Dhaka Coordinator দিদার হোসেন রুমান,North Bengal Coordinator দেবদুলাল দাস, Region Coordinator (Clubs) আজাদ রহমান অনু, Youth Chairperson নাছির চৌধুরী District Relations Chairperson মোঃ রাকিব হোসেন, বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমএ আর হাসান পলাশ, সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু সাহেবের কনিষ্ঠপুত্র দৈনিক উত্তরকোণ পত্রিকা সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, শাহজাহানপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান নিলু, শাজাহানপুর উপজেলা বিএনপির নেতা এমরান হোসেন,শফিকুল ইসলাম শফিক, রাশেদ কবির রছির সহ সংশ্লিষ্ট রিজিয়ন ও জোনের বিভিন্ন লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা রাইজিং হোপ-এর প্রেসিডেন্ট লায়ন এহসানুল কবির শুভ। পাশাপাশি নর্থ বেঙ্গলের অহংকার, সাবেক জেলা গভর্ণর লায়ন মোজাম্মেল হক লালু-এর সম্মানজনক উপস্থিতি অনুষ্ঠানটির মর্যাদা ও শুভতা বহুগুণে বৃদ্ধি করে। মানবতার সেবায় লায়ন্সদের এই সমন্বিত উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং সমাজকল্যাণে লায়ন্স ইন্টারন্যাশনালের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করে।