ঘোড়াঘাট প্রতিনিধিঃ- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অভিযান চালিয়ে ১০৫টি টাপেন্টাডোল ট্যাবলেটসহ ১০ মামলার এক নারী আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল আনুমানিক ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার এসআই (নিরস্ত্র) আহনাফ তাহমিদ এর নেতৃত্বে একটি দল উপজেলার ১নং বুলাকিপুর ইউপির ভেলাইন গ্রামে অভিযান পরিচালনা করে হুরী বেগম (৪০) নামের এক নারীকে আটক করে। তিনি ওই এলাকার আব্দুল করিম মিয়ার স্ত্রী ও মৃত চাঁন মিয়ার মেয়ে। এ সময় সন্দেহভাজন ওই ব্যক্তির দেহ তল্লাশি করে তার কাছে বিশেষসভাবে রক্ষিত সাদা কৌটার ভিতর থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য টাপেন্টাডোলের ১০৫ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত হুরী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় পূর্বে মাদক সম্পর্কিত মোট ১০টি মামলা রয়েছে বলেও থানা পুলিশ জানায় । ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।