বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে পৌষের শীতের তীব্রতায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। হাড় কাঁপানো শীত, তীব্র কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে উপজেলার স্বাভাবিক জনজীবন। গত বছরের তুলনায় চলতি বছর শীতের তীব্রতা অধিক বেশি হওয়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সবচেয়ে বেশি দুর্দশায় পড়েছে খেটে খাওয়া দিনমজুর শ্রমিকরা। গত কয়েকদিন ধরে মৃদু শৈত্য প্রবাহের ফলে সূর্যের দেখা মিলেনি। তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রির মধ্যে উঠানামা করছে। অনেক সময় হাল্কা বৃষ্টির মতো কুয়াশা ঝরে পড়ছে। তীব্র ঠান্ডা কুয়াশার কারনে অনেক কৃষকের বোরো ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। যে যেভাবে পাড়ছে শীত নিবারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।