মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে আলুর খেত পরিচর্চায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। গতকাল শুক্রবার উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকরা আলুর খেতের আগাছা পরিস্কার ও সেচ দিতে ব্যস্ত সময় পার করছেন। গত বছর আলু চাষ করে ব্যাপক লোকসান হয়েছে কৃষকের। সেই লোকসানের বোঝা মাথায় নিয়ে এবার লাভের আশায় আবার তারা আলু চাষ করছেন। এবার আলুর নায়্য দাম না পেলে সর্বশান্ত হয়ে পড়বে আলু চাষীরা। শিবরামপুর গ্রামের কৃষক আব্দুল জব্বার বলেন, গত বছর আলু চাষে লোকসান হওয়ার পরও এবার তিনি লাভের আশা নিয়ে ২ বিঘা জমিতে আলু চাষ করেছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে উপজেলায় এবার ১ হাজার ৮শ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। উপজেলা কৃষি অফিসার হুসাইন মুহম্মদ এরশাদ বলেন, আলুর খেত ভালো হয়েছে শেষ পযর্ন্ত আবহাওয়া অনুকুলে থাকলে এবারও আলুর বাম্পার ফলন হবে।