বদলগাছী( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৫ উপলক্ষ্যে পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রিপা রাণীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, ভেটেরিনারি সার্জন ডাঃ নাজমুল ইসলাম সাগর, ওসি তদন্ত নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।