মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে দুই দিনব্যাপী হামদ, নাত, ক্বেরাত ও ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে । শুক্রবার সকাল ৯টায় শিবরামপুর শহীদ রোকেয়া মাঠে এ প্রতিযোগীতার উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক ও প্রভাষক আজাদুল ইসলাম আজাদ। শিবরামপুর শান্তি সংঘের সভাপতি মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্ধু ফাউন্ডেশনের কর্মকর্তা ও উত্তরগ্রাম ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান পদপ্রার্থী মো: গোলাম কিবরিয়া নাইস। জানা গেছে , প্রতি বছরের মত এবারও শিবরামপুর শান্তি সংঘ ২৬ ও ২৭ ডিসেম্বর দুই দিনব্যাপী এই প্রতিযোগীতার আয়োজন করে। ২৭ ডিসেম্বর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দুই দিনব্যাপী এ অনুষ্ঠান শেষ হবে বলে জানান আয়োজকরা।