জনতার অভিবাদনে সিক্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃস্পতিবার (২৫ ডিসেম্বর) জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’তে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের কাছাকাছি পৌঁছেছে তাকে বহনকারী লাল-সবুজ বাস।পথজুড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উচ্ছ্বসিত উপস্থিতিতে মুখর ছিল এলাকা। ব্যানার-ফেস্টুন ও স্লোগানে তারা তারেক রহমানকে স্বাগত জানান। নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বহরটি ধীরে ধীরে সংবর্ধনাস্থলের দিকে অগ্রসর হয়। দলীয় সূত্র জানায়, সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। অনুষ্ঠানকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।