এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৪২-বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর) আসনে বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। ২২ ডিসেম্বর সোমবার দুপুরে গাবতলীতে সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান এর নিকট থেকে এবং বিকালে শাজাহানপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার (ইউএনও) মোঃ তাইফুর রহমান এর নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। গাবতলী ও শাজাহানপুর উপজেলার শহীদ মিনার চত্বরে দোয়া মোনাজাত শেষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও বগুড়া-৭ এলাকায় বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ৪২-বগুড়া-৭ আসনে (গাবতলী ও শাজাহানপুর) বিএনপি মনোনিত প্রার্থী বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়ন ফরম সংগ্রহ করা পূর্বে গাবতলী উপজেলা বিএনপির কার্যালয়ে এবং শাহজাহানপুরে উপজেলার শহীদ মিনার চত্বরে এক সভায় বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও বগুড়া-৭ এলাকায় বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, আমরা আমাদের মা, দেশমাতা, গণতন্ত্রের মা, তারেক রহমানের মা, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী দেশমাতা বেগম খালেদা জিয়ার নির্বাচনের কাজ করেছি। আমি মনে করি আজকের এই সভা প্রমাণ করে বগুড়া ৭ এলাকার শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ এখানে একত্র হয়েছি। আমরা দেশমাতা বেগম খালেদা জিয়ার মনোনয়ন তুলব এবং আগামীকাল থেকে একসঙ্গে অভিন্ন এই সাত নেতৃবৃন্দ একত্রে দেশমাতা বেগম খালেদা জিয়ার নির্বাচনের কাজ করব। আমরা আজ থেকে একসাথে পথ চলব পিছনের দিকে তাকানোর কোন সুযোগ নেই, পিছনের কোন কথা নিয়ে কোন আলোচনা করার কোন সুযোগ নেই, সামনে নির্বাচন বগুড়া-৭ বেগম খালেদা জিয়া এবং বগুড়া-৬ জনাব তারেক রহমান আমরা বগুড়া-৭ এলাকার নেতৃবৃন্দ সবাইকে এক এবং অভিন্ন থেকে কাজ করার আহ্বান জানাছি। সাবেক এমপি লালু আরো বলেন, অতীতের কোন কথা আসবেনা এবং আমাদের পিছন দিকে তাকানো যাবে না। আমরা সামনে এগিয়ে যাবো। আল্লাহর রহমতে দেশমাতা বেগম খালেদা জিয়ার নির্বাচন এবং বগুড়া-৬ আমাদের নেতা তারেক রহমানের নির্বাচন। আমাদের অনেক কাজ আমাদের অনেক দায়িত্ব। ইনশাল্লাহ আল্লাহর রহমতে দেশমাতা বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ ভোট দিয়ে নয়। আমরা নিয়ত করব, আমরা মানুষকে অনুরোধ করব, আমরা মানুষকে জানাবো বেগম খালেদা জিয়ায় বিরুদ্ধে কোন ভোট দেবেন না। আমরা আশা করি ইনশাআল্লাহ বগুড়া -৬ থেকে আমাদের প্রিয় নেতা এ দেশের এ যুগের শ্রেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান রেকর্ড পরিমাণ ভোট পেয়ে নির্বাচিত হয়ে আগামীতে দেশের প্রধানমন্ত্রী হবেন। ইনশাল্লাহ আসুন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের শক্তি দেন আমরা যেন এক এবং অভিন্ন থেকে নির্বাচনের কাজ করে দেশ এবং জাতির সেবা করতে পারি।

এসময় গাবতলী ও শাহজাহানপুরে উপজেলার শহীদ মিনার চত্বরে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন, নজরুল ইসলাম টুকু, জুলফিকার হায়দার গামা, নজমুল হক, মকবুল হোসেন, যুগ্ম সম্পাদক মুঞ্জুর মোর্শেদ, ফিরাজ মন্ডল, সুরাইয়া জরিন রনি, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হাসান মমিন, সাহাদাত হোসেন খাঁন সাগর, পৌর বিএনপির সাবেক আহবায়ক আবু হোসেন মোল্লা, বর্তমান সিনিয়র সহ-সভাপতি আতায়ার হোসেন, আফছার আলী মিজু, মাহবুব হাসান নিভা, মতিয়ার রহমান মতি, যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম, হারুনুর রশিদ হারুন ও খোরশেদ আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তাজুল ইসলাম, শাজাহানপুর উপজেলা বিএনপির নেতা আসাদুজ্জামান অটল, বাদশা সরকার, শফিকুল ইসলাম শফিক, এমরান হোসেন, মোহাসেন আলী, রফিকুল ইসলাম, তমিজ উদ্দিন, শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন, শাজাহানপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরু, সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, যুগ্ম আহ্বায়ক রহমত আলী, গাবতলী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সহমিনা আক্তার রুমা, উপজেলা জিয়া পরিষদের সভাপতি আনোয়ার হোসেন লিটন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পী, সাজেদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাসান আলী আকন্দ, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোহতাছিন বিল্লা মুন, আরমান ইসলাম রিপন, যুবদল নেতা আশরাফ হোসেন, আব্দুল মতিনসহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ প্রমূখ। শেষে দেশমাতা বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দলীয় প্রধানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিতে হবে।