মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র নৃ -গোষ্টির ১৭০টি পরিবারকে শীতের লেপ প্রদান করেছে বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা ডাসকো ফাউন্ডেশন। ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের উদ্যোগে প্রকল্প এলাকার মহাদেবপুর সদর, এনায়েতপুর ও চেরাগপুর ইউনিয়নের অংশীজনদের মাঝে এসব লেপ প্রদান করা হয়। শীতের লেপ পেয়ে খুশি এসব পরিবারের সদস্যরা। চেরাগপুর ইউনিয়নের সোনাদিঘী গ্রামের শোভা রাণী ও অঞ্জলি রাণী বলেন , লেপ পাওয়ার আগে তারা মোটা কাঁথা দিয়ে শীত নিবারনের চেষ্টা করতেন এ লেপ পাওয়ায় তাদের অনেক উপকার হলো। ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের সিডিও জয়দেব বর্ম্মণ বলেন থ্রাইভ প্রকল্পের উদ্যোগে প্রতিবছরই শীত বস্ত্র কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়, তারই ধারাবাহিকতায় এবার ১৭০ পরিবারকে লেপ প্রদান হয়েছে।