বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, গত এক মাসের মধ্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন বেশ স্থিতিশীল আছে। আজকেও ওটিতে (অপারেশন থিয়েটার) নিয়ে ছোট একটা প্রসিডিউর করা হয়েছে। সেটিও উনি অত্যন্ত সফলভাবে গ্রহণ করেছেন। অর্থাৎ প্রসিডিউরটা সুন্দরভাবে করা হয়েছে। আইসিসিইউ ব্যবস্থা সম্বলিত সিসিইউ কেবিনে তিনি চিকিৎসাধীন আছেন। তবে আইসিইউতেই আছেন-বলা যেতে পারে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ৫টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চান ডা: জাহিদ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়া যে অবস্থায় ছিলেন সেই অবস্থার তুলনায় আজকে অনেকটা স্থিতিশীল রয়েছে।