মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁ-৩ ( মহাদেবপুর- বদলগাছী) আসনে মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ রবিউল আলম বুলেটের পক্ষে ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মহাদেবপুর উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয় থেকে আলহাজ¦ রবিউল আলম বুলেটের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডল । এ সময় তার সাথে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম হান্নান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য এ আসনে মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ রবিউল আলম বুলেট, সাবেক ডেপুটি স্পীকার আখতার হামিদ সিদ্দিকী নান্নুর পুত্র পারভেজ আরেফিন সিদ্দিকী জনি ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বিএনপির মনোয়নয়ন প্রত্যাশী ছিলেন । এদের মধ্যে গত ৩ নভেম্বর ফজলে হুদা বাবুলকে মনোনয়ন দেয় বিএনপি। এ ব্যাপারে আলহাজ¦ রবিউল আলম বুলেটের সাথে যোগাযোগ করা হলে তিনি মনোনয়ন পত্র সংগ্রহের সত্যতা নিশ্চিত করে বলেন, দল যেহেতু এ মনোনয়নকে প্রাথমিক মনোনয়ন বলছে সে কারনে চুড়ান্ত মনোয়নের প্রত্যাশা নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেছি।