নওগাঁ প্রতিনিধিঃ পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁয় একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁ শহরের বই পট্টি আয়োজন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার আয়োজন করে ডাসকো ফাউন্ডেশন। সিরেং শেয়ারিং সিস্টেমস ফর ডেভেলপমেন্ট এবং নেটজ বাংলাদেশের সহযোগিতায় কর্মশালাটি বাস্তবায়ন করা হয়। কর্মশালায় পরিবেশগত মানবাধিকার, ন্যায়সঙ্গত রূপান্তর এবং স্থানীয় সিভিল সোসাইটি সংগঠনসমূহকে শক্তিশালীকরণের বিষয়গুলো গুরুত্ব পায়। এসময় ডাসকো ফাউন্ডেশন নওগাঁর সভাপতি মোফাজ্জল হোসেন, সিনিয়র সাংবাদিক সাদেকুল ইসলাম, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাংবাদিক মাহমুদুন নবী বেলাল, সময় টিভির সিনিয়র রিপোটার এম আর রকি, ডিবিসি টেলিভিশনের সংবাদিক একে সাজু, এশিয়ান টিভির সাংবাদিক রাশেদুজ্জামান, ডাসকো ফাউন্ডেশনের প্রজেক্ট কোর্ডিনেটর রুহুল আমিন, এরিয়া অফিসার মাকসুদা খানম ও টেকনিক্যাল অফিসার তামান্না জেবিন পরিবেশ বিষয়ক কর্মশালায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরে আলোচনা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে পরিচালনা করেন। এসময় জেলায় কর্মরত প্রায় ২৭ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় পরিবেশ নিয়ে কর্মরত গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।