পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২৫ উদযাপিত হয়েছে।
এ-উপলক্ষ্যে সোমবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে ডাঃ আব্দুল কাদের পৌর পার্কে ৩১বার তোপধ্বনির পর উপজেলা প্রশাসনের পক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ। পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, পাঁচবিবি থানা পুলিশ, সরকারী দপ্তর, উপজেলা বিএনপি, পাঁচবিবি প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী, বে-সরকারী সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। মহান বিজয় দিবসের দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর অংশ হিসাবে সকাল সাড়ে ৮টায় উপজেলা মিনি স্টেডিয়ামে কুচকাওয়াজ ও উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রসারিত উপজেলা পরিষদ হলরুমে ৭১এর রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু. উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু সহ উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।