সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। বুধবার ১০ ডিসেম্বর সকাল ১০টায় কুড়িগ্রাম হোটেল জুমেরাহ প্যালেসে, জলবায়ু সহিংসতা সমাজের জন্য নারী (ফেইজ-২) প্রকল্পের সহযোগীতায় ও আয়োজনে কুড়িগ্রামের নারী এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ-নারী সংস্থা জেন্ডার রেসপনসিভ ক্লাইমেট চেঞ্জ এডাপটেশন এন্ড মিটিগেশনের উপর ১০ ও ১১ ডিসেম্বর বুধবার ও বৃহস্পতিবার দুই দিন ব্যাপী এ প্রশিক্ষণ সম্পূর্ণ হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ক্ষতিগ্রস্থ জেলার মধ্যে অন্যতম জেলা হচ্ছে কুড়িগ্রাম। এ জেলায় সারাবছর বিভিন্ন দুর্যোগের ফলে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয় নারী, শিশু, প্রতিবন্ধি ব্যক্তি ও বৃদ্ধ মানুষ। অত্র অঞ্চলের চিলমারী, উলিপুর ও কুড়িগ্রাম সদর উপজেলার ২০ টি নারী নেতৃীত্বাধীন সংগঠনের ২৩ জন নারী ও ২ জন পুরুষ এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দুইজন নারী সহ মোট ২৭ জন অংশগ্রহণকারীর সক্ষমতা বৃদ্ধি কল্পে জলবায়ু পরিবর্তন কীভাবে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীকে ভিন্নভাবে প্রভাবিত করে, জেন্ডার সংবেদনশীলতা কী এবং কীভাবে এটি জলবায়ু অভিযোজন ও প্রশমন কার্যক্রমে অন্তর্ভুক্ত করা যায় এবং অংশগ্রহণকারীরা যাতে প্রতিষ্ঠানে বা কমিউনিটিতে জেন্ডার সংবেদনশীল জলবায়ু কার্যক্রম পরিচালনা করতে পারেন তার ওপর এই প্রশিক্ষণ টি পরিচালিত হয়। এ প্রশিক্ষনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কথা বলেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার ফারজানা সুলতানা, এএফএডির নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন এবং নারী সংস্থার র্নিবাহী পরিচালক ফরিদা ইয়াসমীন। প্রশিক্ষণটি ফ্যাসিলিটেশনে সহযোগিতা করছে জিও প্লানিং ফর এডভান্সড ডেভেলপমেন্ট (জিপিএডি), ঢাকা। ইউএন-ওম্যান এর আর্থিক ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর কারিগরী সহযোগিতায় ক্ষমতায়ন: জলবায়ু সহিষ্ণু সামাজের জন্য নারী (ফেস-২) প্রকল্পটি চিলমারী উপজেলায় নারী সংস্থা এবং কুড়িগ্রাম সদরে এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) বাস্তবায়ন করছে।