মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: ক্ষুদ্র নৃগোষ্টি, দলিত ও প্রান্তিক জনগোষ্ঠির অধিকার নিয়ে কাজ করা সংগঠন অ্যাডভোকেসী প্লাটফর্মের বিভাগীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা হেকস/ইপার এর সহযোগিতায় রাজশাহী বিভাগের অ্যাডভোকেসী প্লাটর্ফমসমূহ ও ডাসকো ফাউন্ডেশন এ আয়োজন করে। জয়পুরহাট জেলা অ্যাডভোকেসী প্লাটফর্মের সভাপতি বীরমুক্তিযোদ্ধা দেওয়ান বদিউজ্জামান বদির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন হেকস/ইপার এর টেকনিক্যাল অফিসার রাইটস এন্ড এনটাইটেলমেন্ট পাপন কুমার সরকার, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি গনেশ মার্ডী, সাধারণ সম্পাদক বিমল রাজোয়ার, হেকস বাংলাদেশ এর সিনিয়র পাটনারশীপ কো-অডিনেটর এ এফ এম রুকুনুল ইসলাম রোকন, ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী তোফাজ্জল হোসেন, নওগাঁ জেলা অ্যাডভোকেসী প্লাটফর্মের আজাদুল ইসলাম আজাদ, দুর্গাপুর উপজেলা প্লাটফর্মের সাধারণ সম্পাদক গোলাপী রাণী প্রমুখ । সম্মেলনে নওগাঁ, নাটোর ,রাজশাহী, চাপাইনবাবগন্জ সহ বিভিন্ন জেলার অ্যাডভোকেসী প্লাটফর্মের সদস্যরা অংশগ্রহন করেন।