মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেপুরে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান।সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: খুরশিদুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, থানার অফিসার ইনচার্জ মো: শহীদুল ইসলাম হাঙ্গার প্রজেক্টের এম সাখাওয়াত হোসেন, ডাসকো ফাউন্ডেশনের তামান্না জাবীন প্রমুখ। আলোচনা সভার শেষে চার জন জয়ীতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।