মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : হাজারো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায় নিলেন মহাদেবপুর উপজেলার উত্তর গ্রামের প্রবীণ ব্যাক্তি আলহাজ¦ ইয়াছিন আলী দেওয়ান। শনিবার বিকালে উত্তরগ্রাম হাটখোলা মাদ্রাসা মাঠে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর জানাযায় সর্বস্তরের মানুষের ঢল নামে। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ-৩( মহাদেবপুর-বদলগাছী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম,যুবদল নেতা মো: মোজাফ্ফর হোসেন, কাজী আবদুস সোবহান, শ্রমিকদল নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।আলহাজ¦ ইয়াছিন আলী দেওয়ান জিয়া সইবার র্ফোসের নেতা তয়জুল ইসলামের পিতা এবং মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদের আপন ফুপা ছিলেন। গত শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মুত্যুকালে তিনি তিন পুত্র এক কন্যা, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।