বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার ১৩৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭৫ টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ ফাঁকা থাকায় শিক্ষা দানে মারাত্মক বিঘ্ন ঘটছে।প্রধান শিক্ষক না থাকায় একজন সহকারী শিক্ষক কে প্রধান শিক্ষকের দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রায় সময়ই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে যাতায়াত করতে হয়। সেজন্য তিনি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমে অংশ নিতে পারেন না বললেই চলে। অন্যান্য শিক্ষকগণ তাঁদের পাঠদান কার্যক্রম সম্পন্ন করে অতিরিক্ত পাঠদান চালিয়ে নিলেও তাঁরা স্বাচ্ছন্দ্যবোধ করেন না। যার প্রভাব বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের উপর দারুনভাবে পড়ে। কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, এমনিতে বিদ্যালয়ে পরিপূর্ণ শিক্ষক নেই। তারপর প্রধান শিক্ষক পদ ফাঁকা থাকায় পাঠদান কার্যক্রম সুষ্ঠুভাবে চালিয়ে নেওয়া কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু করার তো কিছু নেই। কয়েকজন অভিভাবক বলেন, বিদ্যালয়ে হেড স্যার না থাকায় প্রশাসনিক কাঠামো ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম এর সাথে কথা বললে তিনি বলেন, প্রধান শিক্ষকের বেশ কিছু পদ ফাঁকা থাকায় কিছু সমস্যাতো হচ্ছেই। তারপরও পাঠদান কার্যক্রম সুষ্ঠুভাবেই চলছে। ফাঁকা পদগুলো পূরণের জন্য প্রতি তিন মাস পরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে চাহিদা প্রেরণ করা হচ্ছে। অতি দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশা রাখছি।