নওগাঁ প্রতিনিধি : নওগাঁ বাজার কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নওগাঁর পাইকারী কাঁচামাল বাজারে এ সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। নওগাঁর বাজার কাঁচামাল সমবায় সমিতির চেয়ারম্যান মোকছেদ আলী মণ্ডলের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন আলী, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি মোঃ আরমান শেখ, সাবেক সাধারণ সম্পাদক আনছার আলী এবং সাবেক সাধারণ সম্পাদক মোঃ টিপু সুলতানসহ সমিতির সদস্যরা। সদস্যরা অভিযোগ করেন—কমিটি ব্যক্তিগত প্রভাব খাটিয়ে সমিতির কার্যক্রম পরিচালনা করছে, নিয়ম ভেঙে সদস্য ভর্তি করছে এবং সমিতির অর্থ নিয়মবহির্ভূতভাবে ব্যবহার করছে। পাইকারী বাজারে খুচরা বিক্রি করায় পাশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও তারা দাবি করেন। সদস্যরা দ্রুত নতুন কমিটি গঠন ও সব অনিয়মের তদন্তের দাবি জানান।