জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে রাতের আধারে ঘরে থাকা ২ নারীর উপড় হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় এক নারী নিহত হয়েছেন এবং অন্য জন গুরুতর আহত অবস্থায় বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর) সকাল ১০ টায় পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত সহ লাশ উদ্ধার করেছে। স্বজনরা জানায়, জয়পুরহাট সদর উপজেলার চিরলা গ্রামে নিজ ঘরে নূর নাহার বেগম তার ভাতিজি খাদিজাকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৪টার দিকে দূর্বৃত্তরা তার ঘরে প্রবেশ করে টিউবয়েলের হ্যান্ডেল দিয়ে তাদের আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই বগুড়ার সজীমেক হাসপাতালে পাঠিয়ে দেয়। পথিমধ্যে রাস্তায় ফুপু নুর নাহার বেগম মারা যায়। ভাতিজি খাদিজা শজিমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফ হোসেন জানান- হত্যাকাণ্ডের রহস্য এখনো জানা যায়নি। লাশ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।