মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুরে ঔতিহ্যবাহী শিবরামপুর দারুল উলুম মাদ্রাসা পরির্দশন করেছেন উপজেলা নিবার্হী অফিসার মো: আরিফুজ্জামান। গত রবিবার রাতে তিনি এ মাদ্রাসা পরির্দশন করেন । উপজেলা নিবার্হী অফিসার মো: আরিফুজ্জামান মাদ্রাসায় উপস্থিত হয়ে হেফজ্ বিভাগের হাফেজ শির্ক্ষাথীদের কন্ঠে পবিত্র কোরআন তেলোয়াত শোনেন এবং তাদের খোঁজ কবর নেন। পরে মাদ্রাসার শিক্ষক , শিক্ষার্থী ম্যানেজিং কমিটির সদস্য ও উপস্থিত গন্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন। ম্যানেজিং কমিটির সহসভাপতি মো: আজাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হুসাইন মুহাম্মদ এরশাদ , মদ্রাসার মুহতামিম মাওলানা মো: নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের নেতা মাআরিফুল ইসলাম মো: সুমন হোসেন, শাহীন আলম, ম্যানেজিং কমিটির সহসভাপতি আব্দুর রাজ্জাক , সদস্য আব্দুল খালেক, উপজেলা মসজিদের পেশ ইমাম হাফেজ জাহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ¦ খাজা আল মামুন, ইমদাদুল হক প্রমুখ ।