মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুরে প্রাণী সম্পদ সপ্তাহ উদ্বোধন ও প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও উপজেলা ভেটেরিনারী হাসপাতাল এ আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মো: আরিফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ । উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. নুসরাত জাহান , উপজেলা কৃষি কর্মকর্তা হুসাইন মুহম্মদ এরশাদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, উপজেলা একাডেমীক সুপারভাইজার ফরিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ৪০টি ষ্টলে বিভিন্ন প্রজাতির প্রাণী সম্পদ প্রদর্শন করা হয়।