মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : মহাদেবপুর ও বদলগাছী উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৩ আসনে বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুলের মনোনয়ন বাতিল করে জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার আখতার হামিদ সিদ্দিকীর নান্নুর পুত্র ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিকে বিএনপির মনোনয়ন প্রদানের দাবীতে মহাদেবপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিএনপির কর্মী সমর্থক ও সাধারন ভোটাররা। গত শনিবার সন্ধ্যায় উপজেলা সদরে অবস্থিত পারভেজ আরেফিন সিদ্দিকীর বাসার সামনে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে আসা কর্মী সমর্থকরা এ বিক্ষোভ সমাবেশ করেন। এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি বলেন, আপনাদের এই সমাবেশ প্রমাণ করেছে আপনারা আমাকে কতটা ভালোবাসেন। আপনাদের ভালবাসা ও সর্মথন বিবেচনা করে দল নিশ্চয় মনোনয়ন পরির্বতন করে আমাকে মনোনয়ন দিবে। এর আগে একই দাবীতে মহাদেবপুর বাসষ্ট্যান্ড এলাকায় বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত মানববন্ধন অনুষ্টিত হয়। উপজেলা সদরের হাসপাতাল মোড় থেকে শিবগঞ্জ মোড় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে কয়েক হাজার নারী- পুরুষ অংশগ্রহন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইফতেখারুল ইসলাম ইপু, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক শামিমুর রহমান শামিম, খাজুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো: আমজাদ আলী, সাবেক যুবদল নেতা লিয়াকত আলী, সদর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক আবুল কালাম দুলাল প্রমুখ। বক্তারা এ আসনে ফজলে হুদা বাবুলের মনোনয়ন বাতিল করে পারভেজ আরেফিন সিদ্দিকী জনিকে মনোনয়ন দেওয়ার দাবী জানান। তারা বলেন,২০১৮ সালে ফ্যাসিষ্ট আওয়ামীলীগের ভোট চুরির নির্বাচনেও পারভেজ আরেফিন সিদ্দিকী জনি ১লাখ ৪৩ হাজার ভোট পেয়েছিল । এবার এ আসনে তাকে মনোনয়ন দেয় হলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে। উল্লেখ্য এ আসন থেকে পারভেজ আরেফিন সিদ্দিকিী জনি, মহাদেবপুর থানা বিএনপির সভাপতি আলহাজ¦ রবিউল আলম বুলেট ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। গত ৩ নভেম্বর এ আসনে ফজলে হুদা বাবুলকে বিএনপি প্রাথমিক মনোনয়ন প্রদান করে।