মোঃ হাসানুজ্জামান, বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পেটুয়া বাহিনীর সাথে বিদ্যালয়ের ছাত্রদের সংঘর্ষে ৭ জন ছাত্র আহত হওয়ার ঘটনা ঘটেছে। জানা যায়, উপজেলার বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক আবু সাদাত শামীম আহমেদ ওরফে মিঠু ২০২৩ সালে প্রধান শিক্ষকের কক্ষে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ( ইংরেজি) রিফাত আরা এর সাথে গোপন অভিসারে লিপ্ত হন। এই ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে অভিভাবক সহ এলাকাবাসী ফুঁসে ওঠে। গোটা উপজেলায় তোলপাড় সৃষ্টি হয়। এসংক্রান্ত একটি সংবাদ ৬ জুলাই, ২০২৩ ইং তারিখে পত্রিকায় প্রকাশিত হলে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা দপ্তর নড়েচড়ে বসে। ম্যানেজিং কমিটি তাঁদের উভয়কে সাময়িক বরখাস্ত করেন। পরবর্তীতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরিত হলে পরবর্তীতে প্রধান শিক্ষক আবু সাদাত শামীম আহমেদ ওরফে মিঠু কে চূড়ান্ত বহিষ্কার করা হয়। এই বিষয়ে মহামান্য হাইকোর্টে একটি মামলা চলমান। এমতাবস্থায় উক্ত বহিস্কৃত প্রধান শিক্ষক শিক্ষা বোর্ড থেকে একটি কাগজ নিয়ে এসে ৫ অক্টোবর বেলা ১২ টার দিকে শতাধিক লোকজন নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করার চেষ্টা করে। বিদ্যালয়ের ছাত্ররা বাঁধা দিলে সংঘর্ষ বাঁধে। এতে ৭ জন ছাত্র আহত হন।খবর পেয়ে অভিভাবক, এলাকাবাসী সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ছুটে আসলে উক্ত মিঠু দলবল নিয়ে চলে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিবেশ কিছুটা শান্ত হয়। এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম এর সাথে কথা বললে তিনি বলেন, হাইকোর্টের একটি আদেশ থাকার পরও শিক্ষা বোর্ড একটি অর্ডার দিয়েছেন। যা এখতিয়ার বহির্ভূত। জন্যই আজকের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী বলেন, সংশ্লিষ্ট দপ্তর সঠিক ব্যাখ্যা দিয়ে এলাকাবাসী, অভিভাবক সহ সকলকে আইনগতভাবে বুঝাতে পারলে বিষয়টি চিন্তা করা যেতে পারে। অন্যথায় এটা মেনে নেওয়ার কোন সুযোগ নেই। আহত শিক্ষার্থীরা বলেন, এধরনের শিক্ষক – শিক্ষিকাকে আমাদের বিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়ার কোন সুযোগ নেই। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।