জাবিউর আলম হিমু শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন আমন ক্ষেতে ছত্রাক ও মাজরা পোকার আক্রমনে ধান ক্ষেত নষ্ট হতে শুরু করেছে। কৃষকরা বলছেন বিভিন্ন কোম্পানীর কীটনাশক ব্যবহার করেও ক্ষেত শুধু পুড়িয়েই যাচ্ছে তেমন উন্নতি হচ্ছে না। এতে চাষীরা দিশেহারা হয়ে পড়েছে। চাউলিয়া পাড়া গ্রামের কৃষক বেলাল হোসেন, খলিলুর রহমান, আ: ছাত্তার, সংসার দীঘি গ্রামের আ: হামিদ, মতিয়ার, আনন্দ চন্দ্র, আবু হানিফ, চাঁদনিয়া গ্রামের মিনহাজুল, আলমগীর হোসেন, ভূরঘাটা গ্রামের আ: হামিদ, বালুপাড়া গ্রামের শহিদুল সহ বিভিন্ন কৃষক জানান যে, আলু চাষ করে ব্যাপক লোকসানের হিসাব গুনতে হয়েছে। তারপরেও বুকভরা স্বপ্ন নিয়ে আমন চাষ করেছি। এতেও সব আশা আকাঙ্কা ভেঙ্গে চুড়মার হয়ে গেল। সরেজমিনে জানা যায়, প্রথম দিকে ক্ষেত্রের অবস্থা ভালই ছিল। ক্ষেতে নিরানি দেওয়ার পর সবুজে সবুজে মাঠ অপরূপ সৌন্দর্যে ভরে যায়। কৃষকদের মনে বেশ বুকভরা আশা জন্মে। কিন্তু ক্রমে ছাত্রক ও মাজরা পোকার আক্রমন শুরু হয়। গ্রামের কোন কোন কৃষক বলছেন ধানের গোড়ার রস খেয়ে ফেলে এ কারণে ধানের গাছ মরে যায়। আর ক্ষেতে ধান গাছ পুড়িয়ে যাওয়ার উপক্রম হয়। এটি কে তারা কারেন্ট পোকা বলে ব্যক্ত করছেন। বেশ কিছু কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, কৃষি অফিস থেকে সঠিক সময় পরামর্শ দিলে হয়তো ধানে এতো ক্ষতি হতো না। এব্যাপারে শিবগঞ্জ ইউনিয়ন কৃষি উপ-সহকারী কৃষি কর্মকর্তা বলেন, আমি সঠিক ভাবে আমার দায়িত্ব পালন করছি। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার শিবগঞ্জ উপজেলায় ২০ হাজার ১৭০ হেক্টর জমিতে রোপা আমন চাষ করা হয়েছে। উৎপাদনের লক্ষ মাত্রা ৭৪ হাজার ৩শ ১০ মেট্টিকটন। এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান জানান, বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আমরা ধানের ব্যারাম সম্পর্কে কৃষকদের পরামর্শ দিয়েছি। লিপলেট বিতরণ করেছি।