সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০ টায় সারিয়াকান্দি উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে পরিষদ হলরুমে আলোচনা সভা,জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন,কামালপুর মানবিক নাগরিক শ্রমজীবি সমবায় সমিতি লিঃ পরিচালক শফিকুল ইসলাম,সাফল্য বহুমুখী সমবায় সমিতি লিঃ সভাপতি জুয়েল আলম,চাঁদের আলো শ্রমজীবি সমবায় সমিতি লিঃ মহিদুল হাসান, সারিয়াকান্দি বনিক সমিতি লিমিটেড সভাপতি সিরাজুল ইসলাম ফুল, সাধারণ সম্পাদক এ্যাড.শরিফুল ইসলাম হিরা,মানবসেবা বহুমুখী সমবায় সমিতি লিঃ পরিচালক মোত্তালিব হোসেনসহ সমবায়ীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলার সাত শ্রেষ্ট্র সমবায় সমিতি,সমবায়ী ও সর্ব্বোচ্চ রাজস্ব প্রদানকারী সমিতিকে পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।