সাগর-রুনিসহ সকল সাংবাদিকদের হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাংবাদিকদের জন্য পৃথক শ্রম আদালত স্থাপনসহ ২১দফা দাবিতে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার উদ্যোগে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে। ১ নভেম্বর শনিবার বেলা সাড়ে ১১টায় দিকে বগুড়া শহরের স্টেশন রোডে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে সাংবাদিক ইউনিয়ন বগুড়া নেতৃবৃন্দ বলেন, সাগর-রুনি হত্যাকাÐ নিয়ে বিগত সরকারের সময়ে তদন্তের নামে বারবার ধামাচাপা দেওয়া হয়েছে। বতর্মান সরকারের কাছে সাগর-রুমির হত্যার বিচার দাবি করি না। বতার্মান সরকারের কাছে দাবি আপনারা আসামিদের সনক্ত করে দেন সাংবাদিক সাগর-রুনিকে কারা হত্যা করেছে। দ্রæত চার্জশিট দেন পরবর্তী নির্বাচিত সরকারের সময় দেখা যাবে হত্যাকারীদের বিচার হবে কিনা। আন্তর্বর্তীকালীন সরকারের সময়েও সাংবাদিকদের হত্যা করা হয়েছে, নির্যাতিত করেছে। স্বাধীন সাংবাদিকতা আজ নানা সংকটে পড়েছে। সাংবাদিকদের জীবন ও নিরাপত্তা ক্রমেই ঝুঁকির মধ্যে রয়েছে। দীর্ঘ ১২ বছরেও সাগর-রুনি হত্যার বিচার না হওয়া দেশের গণতন্ত্র ও বিচারব্যবস্থার জন্য লজ্জাজনক।সাংবাদিক সমাজ ন্যায়বিচার ও পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ। সাংবাদিকদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হয়রানি বা চাকরিচ্যুতি মেনে নেওয়া হবে না। একই সঙ্গে তারা অবিলম্বে দশম ওয়েজ বোর্ড গঠনেরও দাবি জানান। সাংবাদিক ইউনিয়ন বগুড়া সভাপতি গণেশ দাসের সভাপতিত্বে ও সাথারণ সম্পাদক এস এম আবু সাঈদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক ফজলে রাব্বি ডলার, আবুল কালাম আজাদ, রাহত আহমেদ রিটু, আব্দুস সাত্তার, আব্দুর রহিম, আব্দুল ওয়াদুদ সাইফুল ইসলাম, ফেরদৌসুর রহমান, শামীম আলম, মাহফুজ মন্ডল প্রমুখ। বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ আরো বলেন, বর্তমান সরকার নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে সিনিয়র নেতৃবৃন্দের সাথে বৈঠকে অঙ্গীকার করেছেন। দ্রæত সময়ে দশম ওয়েজ বোর্ড ঘোষনা করুন। সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ঢাকাতে চাকরিচ্যুত করার পরিকল্পনা করছে। জাতীয়তাবাদী মতাদর্শের কোন সাংবাদিককে চাকরিচ্যুত করা হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।