মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁ জেলার আদিবাসীদের ভূমি সমস্যা নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কারিতাসের আশা প্রকল্প এ গোল টেবিল বৈঠকের আয়োজন করে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) অনামিকা নজরুল। গোল টেবিল বৈঠকে মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল সমস্যা উপস্থাপন করেন সহকারী অধ্যাপক আলবার্ট সরেন। বৈঠকে আদিবাসীদের ভূমি সমস্যা নিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক ও প্রভাষক আজাদুল ইসলাম আজাদ, কারিতাসের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা ফুলজান সিউস মারান্ডি, মাঠ কর্মকর্তা হোসান্না হাসদা, পুষ্পিতা মারডি, বলাই মারান্ডি প্রমুখ। বৈঠকে নওগাঁর মহাদেবপুর, পত্নীতলা, ধামইরহাট উপজেলার আদিবাসীদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।