স্টাফ রিপোটারঃ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বাংলাদেশে স্বৈরশাসক হাসিনা ১৭বছর পছন্দের অনুসারীদের দিয়ে ওয়াজ মাহফিল করেছে। স্বৈরশাসক দিন শেষ ওয়াজ মাহফিল বন্ধ করতে আর কোন দিন বাধাঁ পেতে হবেনা। আমরা ১৭ বছর অনেক বাধা-বিঘ্ন পেরিয়ে আমরা সুন্দর পরিবেশে মাহফিল মাহফিল করতে পারছি। এখানে কোনো রাজনীতি হবে না। আমাদের এই মাহফিলের উদ্দেশ্য হলো কুরআনের বাণীকে সাধারণ মানুষের জীবনের অংশ করে তোলা যাতে সকল শ্রেণী পেশার মানষের মাঝে নৈতিকতার সুবাতাস বইতে শুরু করে। তিনি গত রবিবার রাতে শাজাহানপুর উপজেলার নয়মাইলে মারকাজ আব্দুস শাকুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান আলোচন ছিলেন হয়রত মাওলানা যুক্তিবাদী মো: রুহুল আমীন। মাওলানা মো: আবুল খায়েরের সভাপতিত্বে তাফসীরুল কোরআন মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল বাশার, ইঞ্জিনিয়র আব্দুল মান্নান, এ.এসএম তাজুল ইসলাম, আমরুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আটল। উপস্থিত ছিলেন, মো: বেলায়েত হোসেন, শফিকুল ইসলাম শফিক, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, আলহাজ্ব দেলোয়ার হোসেন, জিল্লুর রহমান, মোহাসীন আলী।