গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ ২৭ অক্টোবর সোমবার বগুড়ার গাবতলী সোনারায় ইউনিয়নের অন্তর্গত বেগম খালেদা জিয়া মহিলা কলেজ এর একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন ও পরিচিতি সভা’য় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র ও অত্র কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাইফুল ইসলাম। অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হুমায়ন কবির কাজল এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, গাবতলী মহিলা কলেজের অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী। বিএনপি নেতা আব্দুল হালিম মন্ডল ও স্থানীয় এসএম শফিক সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক আলহাজ্ব আব্দুস সামাদ, ভিপি ইউসুফ আলী সাকিল, পীরগাছা এএফ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি রেজাউল করিম বাতেন, সহকারী অধ্যাপক হাফিজুর রহমান জুয়েল, জিয়া পরিষদ গাবতলী পৌর শাখার সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি’র কোষাধ্যক্ষ প্রভাষক হামিদুল হক শিলু। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফারুক হোসেন, ডাঃ আনোয়ার হোসেন, রুবেল মিয়া, আজমল হোসেন বাবু, স্বেচ্ছাসেবকদল নেতা দৌলত জামান, যুবদল নেতা রঞ্জু মিয়া সাদ্দাম, কাজল হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম, শিক্ষার্থী আছিয়া বেগম প্রমুখ। শেষে প্রধান অতিথি সাবেক মেয়র সাইফুল ইসলাম মেধাবী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান এবং শিক্ষা উপকরণ বিতরণ করেন। এরপর দেশ-জাতি ও জিয়া পরিবার সহ অভিভাবক-শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।