বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা শাখার আয়োজনে কেন্দ্র কমিটির নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই নির্বাচনী কেন্দ্র কমিটির কর্মশালায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইয়াছিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমীর খ.ম. আব্দুর রাকিব, নওগাঁ -৩ ( বদলগাছী – মহাদেবপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় কমিটির মজলিসে শূরা সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের সহ-সেক্রেটারী মাওলানা মাহফুজুর রহমান, জেলা কমিটির বায়তুল মাল সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের নওগাঁ জেলা সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, শ্রমিক ফেডারেশনের নওগাঁ জেলা সভাপতি মাওলানা নাসির উদ্দীন, উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা ইলিয়াস হোসেন, উপজেলা সেক্রেটারি মাওলানা আহসান হাবীব প্রমুখ। উক্ত কর্মশালায় উপজেলার ৮ টি ইউনিয়নের নির্বাচনী কেন্দ্রের কর্মীগণ অংশগ্রহণ করেন।