নওগাঁ : সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সাথে আধুনিক বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষে নওগাঁর মহাদেবপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় মহাদেবপুর উপজেলার বাসস্ট্যান্ডে মহাদেবপুর পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব রবিউল আলম বুলেট। মহাদেবপুর পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সুমন কুমার সিং এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে মহাদেবপুর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডল, সিনিয়র, সহ-সভাপতি জাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, এস. এম হান্নান, মহাদেবপুর পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহবায়ক চঞ্চল চন্দ্র মন্ডল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ড সদস্য সচিব তপন চন্দ্র মহন্ত সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। সভায় আগামী জাতীয় নির্বাচনে সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সকলে সক্রিয় ভুমিকা সহ তাদের ভাবনা প্রত্যাশা ও নানা অভিমত তুলে ধরেন।