বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালুর কনিষ্ঠ পুত্র, দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক এবং বগুড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য সাহেদুজ্জামান সিরাজ বিজয় বলেছেন, তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে খেলাধুলাই হতে পারে প্রধান হাতিয়ার। আমি আজকে এই ফুটবল খেলা দেখে খুবই আনন্দিত। আমি মনে করি আজকে এই ফুটবল আয়োজন করার একটি মূল লক্ষ্য হচ্ছে তরুণদেরকে সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসা এবং তাদেরকে খেলাধুলা সাথে যুক্ত করা। এমন একটা সুন্দর আয়োজন আজকাল বেশ একটা দেখা যায় না। আজকাল দেখা যায় মানুষ মোবাইলে গেমস খেলে, ক্যারাম বোর্ড খেলে, ফুটবল খেলে, কিন্তু মাঠে খেলতে দেখা যায় না। খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলা ও সুস্থ প্রতিযোগিতার পথে রাখে। এমন আয়োজন সমাজকে এগিয়ে নেয়। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। ২৪ অক্টোবর বিকালে শুক্রবার বগুড়ার শাজাহানপুর উপজেলার নারিল্ল্যা খাজাবাবা একাদশ ক্লাব এর উদ্দ্যেগে ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর সেমিফাইনাল খেলার উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য তিনি উক্ত কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাসার, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো: শফিকুল ইসলাম শফিক, খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তাজুল মেম্বার, ক্লাবের সভাপতি মাস্টার মামুনুর রশিদ, ক্লাবের সেক্রেটারি প্রফেসর মাহবুবসহ অত্র এলাকার সর্বস্তরের ক্রিড়াপ্রেমী সর্বসাধারণ।