মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, নির্বাচনে শিক্ষকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই তাদের এখন থেকেই সচেতন হতে হবে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) মোহনপুর উপজেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট মিলন শিক্ষকদের শিক্ষিত ও সচেতন জাতি গঠনের কারিগর হিসেবে আখ্যা দিয়ে বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়ন ও প্রতিটি শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশে কাজ করবে। তিনি আরও যোগ করেন, দীর্ঘ ১৭ বছর পর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও সমাজের রন্ধে রন্ধে ফ্যাসিবাদের বিষ ছড়িয়ে আছে। একটি রাজনৈতিক দল এখন ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। কিন্তু জনগণ আর কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় দেবে না। সম্মেলনে সভাপতিত্ব করেন মোহনপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. শাহ্ আলম। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাকশিস রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি ও মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদাত। অধ্যক্ষ সালমা শাহাদাত তার বক্তব্যে বলেন, শিক্ষক সমাজ শুধু শ্রেণিকক্ষে নয়, সমাজ ও রাষ্ট্র গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনের পাশাপাশি ষড়যন্ত্র মোকাবেলায় শিক্ষকদের ঐক্যবদ্ধ হতে হবে। শিক্ষার মানোন্নয়নে এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালনায় আমাদের আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহাবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. বাচ্চু রহমানসহ উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ।