পাবনা প্রতিনিধি: রাজধানীর আরমানিটোলার পানির পাম্প গলিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ জুবায়েদ হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে পাবনায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে পাবনা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়। পাবনা সদর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন হৃদয়ের নেতৃত্বে এ কর্মসূচিতে জেলা, কলেজ ও থানা পর্যায়ের অসংখ্য ছাত্রদল নেতা-কর্মী অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জুবায়েদ হোসেন হত্যার তীব্র নিন্দা জানান। তারা বলেন, “একজন তরুণ ছাত্রনেতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।” বক্তারা আরও বলেন, দেশের ছাত্রসমাজ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন করলেই হামলা-মামলা ও হত্যার শিকার হতে হচ্ছে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে সারাদেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শহীদ সরকারি বুলবুল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন রাফসান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাজ্জাতুল ইসলাম খান নাদিম, সাবেক ছাত্রনেতা সানাউল্লাহ সজীব, মাহমুদুর রহমান অন্তু, এডওয়ার্ড কলেজ ছাত্রদল নেতা জুয়েল হোসেন, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেতা পলাশ সহ অনেকে।