সার ডিলার নিয়োগ নীতিমালার খসড়া অনুমোদন স্থগিত করে ২০০৯ সালের পরীক্ষিত বিদ্যামান নীতিমালা বহাল এবং বাস্তবতার নিরিখে কমিশন বৃদ্ধির পদক্ষেপ গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান ও সমাবেশ। ১৯ অক্টোবর রোববার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক চত্বরে সমাবেশ শেষে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি জেলা প্রশাসক (যুগ্মসচিব) হোসনা আফরোজার নিকট স্মারকলিপি প্রদান করেনাং বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন বগুড়া ইউনিটের সভাপতি মোরশের্দ মিলটন। স্মারকলিপিতে নেতৃবৃন্দ বলেন, সার ও ডিলার নিয়োগ নীতিমালা-২০২৫ নামে একটি নীতিমালা কৃষি মন্ত্রণালয় কর্তৃক একতরফাভাবে খসড়া অনুমোদন দিয়েছে যা আগামী জানুয়ারী ২০২৬ইং থেকে কার্যকর করার ঘোষণা দেয়া হয়েছে। সমগ্র বাংলাদেশের সার ডিলাদের সংগঠন বিএফএ’র পক্ষ থেকে উক্ত নীতিমালা প্রণয়ন ও অনুমোদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।নেতৃবৃন্দ আরো বলেন, নতুন নীতিমালাতে একটি ইউনিয়নে ৩ জন ডিলার নিয়োগ প্রস্তাব এবং প্রত্যেক ডিলাররের ৩টি সেলস সেন্টার ও গুদাম থাকতে হবে যাতে পরিচালন ব্যয় ২০০৯ নীতিমালা থেকে কয়েকগুণ বৃদ্ধি পাবে, প্রকারান্তরে সার বিপণনে অস্থিও,অরাজকতা তৈরী হবে। ২০২৫ সালের সার ও ডিলার নিয়োগ নীতিমালার বাস্তবায়ন স্থগিত করে ২০০৯ সালের পরীক্ষিত বিদ্যমান নীতিমালা বহাল এবং বাস্তবতার নিরীখে কমিশন বৃদ্ধির পদক্ষেপ ত্বরান্বিত করতে স্মারকলিপিতে জোর দাবি জানান। স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন বগুড়া ইউনিটের সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, মাহফুজ সিদ্দিক লিটন, আলমগীর, জাকির হোসেন, শহিদুল ইসলাম, ইউনুছ আলী, মোকলেছার রহমান, একরাম হোসেন, জাহিদুল ইসলাম, আব্দুল হাই, আব্দুল বারী, আব্দুস সবুর, মেহের আলম, শফিকুল ইসলাম শফিক, রফিকুল ইসলাম প্রমুখ।