নুরুল ইসলাম পলাশবাড়ী গাইবান্ধা থেকে: ঢাকা টাইলস ঘর পলাশবাড়ীর আয়োজনে, পলাশবাড়ী টাইলস মালিক শ্রমিক সমিতির মতবিনিময় সভা শুক্রবার সকালে রংপুর রোডের জাহাঙ্গীর আলম মানিকের ঢাকা টাইলস ঘরে অনুষ্ঠিত হয়। টাইলসমালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম মানিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলবি এনপি গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও পলাশবাড়ী -সাদুল্লাপুর আসনে সাম্ভব্যধানের শীষের প্রার্থী অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক। তিনি তার বক্তব্যে বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়ন তরান্বিত করার আহবান জানান । সভায় আরো বক্তব্য রাখেন পৌর বিএনপি সভাপতি আঃ কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, টাইলস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শাকিল তালুকদার , টাইলস মিস্ত্রি আংগুর, মশিউর রহমান, শেষে প্রধান অতিথিকে একটি হ্যানমাইক উপহার উপহার প্রদান করেন টাইলস মালিক সমিতির সভাপতি।