আজাদুল ইসলাম, মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে আলোক ফাঁদে পোকা চিহ্নিত করে কৃষকদের পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। এতে একদিকে যেমন অহেতুক অপ্রয়োজনীয় কীটনাশক প্রয়োগের মাত্রা কমছে অন্যদিকে রক্ষা পাচ্ছে ফসলের জন্য উপকারী পোকা। ভালো ফল পাওয়ায় কৃষকদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে এ পদ্ধতি। জানা গেছে, এ এলাকার কৃষকরা ফসলে পোকা দেখলেই ছুটে যান কীটনাশকের দোকানে, দোনানদাররা তাদের ব্যাবসায়ীক উদ্দেশ্য হাসিল করার জন্য বিভিন্ন কোম্পানীর কীটনাশক ব্যাবহারের পরামর্শ দেন। কৃষকরা তাদের পরামর্শে কীটনাশক প্রয়োগ করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এ অবস্থা থেকে থেকে পরিত্রানের জন্য কৃষি বিভাগ আলোক ফাঁদ ব্যাবহার করে যে ফসলে ক্ষতিকর পোকার সংখ্যা বেশি দেখতে পাচ্ছেন শুধুমাত্র সেগুলো ফসলে কীটনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছেন। উপ সহকারী কৃষি কর্মকর্তা অখিল চন্দ্র বলেন, ফসলে যে পোকাগুলো দেখা যায় সেসবের মধ্যে অনেক উপকারী পোকা থাকে, না চিনে কীটনাশক প্রয়োগ করলে উপকারী পোকা গুলোও মরে যায় । এতে ফসলের উপকারের চেয়ে ক্ষতিই হয় বেশি। আলোক ফাঁদ ফসলে রাখলে সব ধরনের পোকা এখানে পড়ে আটকে যায়। আটকে যাওয়া পোকা গুলো পরীক্ষা করে দেখা হয় যদি সেখানে ক্ষতিকর পোকার সংখ্যা বেশি দেখা যায় তাহলে সেই পোকার ধরণ অনুযায়ী অনুমোদিত কীটনাশক প্রয়োগের জন্য কৃষকদের পরামর্শ দেয়া হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুসাইন মুহাম্মদ এরশাদ বলেন, কীটনাশকের অযাচিত ব্যাবহার কমানোর জন্য আলোক ফাদঁ, পার্চিং সহ নানা প্রাকৃতিক পদ্ধতি প্রযোগ করে ফসল রক্ষার জন্য কৃষকদের পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।