বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মানোন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ২৯০ টি পরিবারের মাঝে ২ টি ছাগল, ৫ টি ফ্লোর ম্যাট, ৪ টি খুঁটি, ২ টি টিন এবং ২৫ কেজি করে খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রিপা রানী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, ভেটেরিনারি সার্জন ডাঃ নাজমুল ইসলাম সাগর, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজ উল হক প্রমুখ উপস্থিত ছিলেন।