দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় হেমচাঁদ পোদ্দার হিমু নামের এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিকালে ডাকাতরা হিমুর বোন বিমলা পোদ্দার(৬৫)কে খুন করেছে। নিহত বিমলা উপজেলার তালোড়া পৌর এলাকার বাজার মহল্লার মৃত রাধেশ্যাম পোদ্দারের মেয়ে। গত ১৬অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হেমচাঁদ পোদ্দার হিমু জানান, তাঁরা দুই ভাই ও তিন বোন সহ মোট পাঁচজন এ বাড়িতে বসবাস করে আসছেন। ঘটনারদিন রাত আনুমানিক আড়াইটার দিকে ৫ থেকে ৭জনের এক ডাকাতের দল মুখে মুখোশ পড়ে বাড়ির পেছন দিক থেকে বাড়ির ভিতরে প্রবেশ করে ঘরের দরজায় ধাক্কা দেয়। দরজা খুলেলই ডাকাতরা তাকে সহ তার ভাই ও বোনদের বেধরক মারপিট করে আহত করে। এসময় তার বোন বিমলা চিৎকার করলে ডাকাতরা তাকে খুন করে। বাধ্য হয়ে সিন্দুকের চাবি ডাকাতদের দিলে তারা সিন্দুক খুলে ও ঘরের অন্যান্য আসবাবপত্র তছনছ করে আনুমানিক ৩ থেকে ৪লাখ টাকা লুট করে নিয়ে যায়।
এঘটনায় বগুড়া ডিবি পুলিশ ও দুপচাঁচিয়া থানা পুলিশের চৌকশ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজন ডাকাতকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ডাকাতি করে নিয়ে যাওয়া ২টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন দুপচাঁচিয়ার তালোড়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের নবাব আলীর ছেলে জুয়েল হোসেন(২৬), তালোড়া পৌর এলাকার সাবলা মহল্লার হাফিজা রহমানের ছেলে আসলাম হোসেন(২৫), কাহালু উপজেলার পগুইল গ্রামের নাজির উদ্দিন প্রামানিকের ছেলে ইমরান আলী(৩১) ও শিবগঞ্জ উপজেলার খেওনী বিন্নাচাপড় গ্রামের বাছেদ প্রামানিকের ছেলে বাহালুল প্রামানিক রাজু(৩১)। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতরা বিমলা পোদ্দারকে শ্বাস রোধ করে হত্যা করেছে। খুন ও ডাকাতির ঘটনায় ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্যঃ ১৭দিনের ব্যবধানে উপজেলার দেবখন্ড গ্রামে জাহিদুল ইসলামের বাড়ি ও ভেলুরচকে আশিকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পরপর এ তিনটি ডাকাতির ঘটনায় এলাকার মানুষ আতংকিত হয়ে পড়েছে।