২০২৫সালের এসএসসি পরীক্ষায় বগুড়া জিলা স্কুলের জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার অত্র স্কুলের মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে অত্র স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক ও অত্র স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হোসনা আফরোজা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত হোসেন, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান । অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট উপহার দেয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক আব্দুস সালাম ও মামুনুর রশিদ । অনুষ্ঠানে জিপিএ ৫ প্রাপ্ত দুই শতাধিক ছাত্র অংশগ্রহন করেন।