মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। “পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ” এ বিষয়ের উপর প্রতিযোগিতায় উপজেলার জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ এবং শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হয়। বিতর্ক প্রতিযোগিতা পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ফরিদুল ইসলাম। বিতর্ক প্রতিযোগিতায় জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সফাপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ তোজাম্মেল হক এবং কালু শহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বারিকুর রহমান বিচারকের দায়িত্ব পালন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন ।