পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে অবৈধ ভাবে ঔষধ রাখার দায়ে একটি ফার্মেসী ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ। জানাযায়, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসাবে তিনি বিভিন্ন দোকান ও ফার্মেসীতে অভিযান পরিচালনা করেন। অভিযানে মেসার্স নিউ খোদেজা ফার্মেসীতে অবৈধ ভাবে ঔষধ রাখার দায়ে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ধারা অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ভারপ্রাপ্ত ড্রাগস সুপার তোফায়েল আহমেদ, এস আই নুর ইসলাম, অফিস সহকারী শহিদুল ইসলাম প্রমুখ।